হিন্দু নারীকে ইসলাম দীক্ষা দেয়ার অভিযোগে যুবক গ্রেফতার

| আপডেট :  ৩ ডিসেম্বর ২০২০, ০৪:১০ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩ ডিসেম্বর ২০২০, ০৪:১০ অপরাহ্ণ

ভারতে এক হিন্দু নারীকে ইসলাম ধর্মে দীক্ষিতের চেষ্টার অভিযোগে লাভ জিহাদ আইনে এক মুসলিম যুবককে আটক করেছে উত্তর প্রদেশের পুলিশ।

বিবিস’র প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে বিতর্কিত এই আইন পাস হওয়ার পর এই আইনে এটিই প্রথম গ্রেফতারের ঘটনা

ভুক্তভোগী নারীর বাবা জানান, অভিযুক্ত ব্যক্তির সাথে তার মেশের সম্পর্ক ছিলো এবং অভিযুক্ত ব্যক্তি তার কন্যাকে জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত করা চেষ্টা করেছে। পরে তার মেয়ে চলতি বছরে অন্য আরেক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার ওই যুবককে গ্রেফতারের পর তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে নেয়া হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন তিনি নির্দোষ এবং অভিযোগের সাথে তার কোন সম্পর্ক নেই।

প্রসঙ্গত, মুসলিম পুরুষের সাথে হিন্দু নারীদের প্রেম ও বিবাহকে রুখে দেয়ার জন্যই মূলত কট্টরপন্থী হিন্দুগ্রুপগুলোর সমর্থনে এই আইন পাস হয়। এ আইনে অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের জামিন অযোগ্য কারাদণ্ড হতে পারে।