ইরাকে খোঁজ মিলল উমাইয়া যুগের মাটির মসজিদের

| আপডেট :  ২৭ নভেম্বর ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৭ নভেম্বর ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ

ইরাকে মাটির তৈরি বহু পুরনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ডাই কার অঞ্চলে সন্ধান পাওয়া মসজিদটি ৬৭৯ খ্রিস্টাব্দে তৈরি করা হয়ে থাকতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ জাদুঘর খনন মিশন এটি খুঁজে পেয়েছে। তারা বলছে, আল-রাফা’ই শহরে পাওয়া মসজিদটির প্রস্থ ২৬ ফুট এবং দৈর্ঘ্য ১৬ ফুট। মসজিদের মাঝখানে কেবলামুখী ইমামের হুজুরা রয়েছে।

সরকারি কর্মকর্তাদের ধারণা, ওই মসজিদে ২৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। আল-রাফা’ই শহরের অনুসন্ধান ও খনন বিভাগের প্রধান আলি শালগাম জানান, এটি একটি গুরুত্বপূর্ণ ও বড় ধরনের প্রাপ্তি। কারণ এটি সম্পূর্ণভাবে মাটির তৈরি এবং ইসলাম প্রচারের শুরুর দিকে এটি নির্মাণ করা হয়েছিল।

তিনি আরো বলেন, ইসলাম প্রচারের শুরুর সময় সম্পর্কে আমরা খুব কম তথ্য জানতে পেরেছি। পানি, বাতাস ও বৃষ্টির কারণে ক্ষয়ে যাওয়াতে ভবনটির কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সূত্র: আল-জাজিরা।