তুরষ্কে স্থাপন করা হবে বঙ্গবন্ধুর ভাষ্কর্য

| আপডেট :  ২ ডিসেম্বর ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২ ডিসেম্বর ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ণ

তুরষ্ক আর বাংলাদেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ও বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে। অপরদিকে ঢাকায় স্থাপন করা হবে তুরস্কের জাতির জনক কামাল পাশার ভাস্কর্য। দুটো ভাষ্কর্যই তুরষ্ক সরকার নির্মাণ করবে।

বুধবার (২ নভেম্বর) সচিবালয়ে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ কথা জানান। এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার সম্মতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এসময় তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দুই দেশের কালচারাল ক্ষেত্রেও অনেক মিল রয়েছে।

মুজিববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রদূতের সাথে আলোচনার উল্লেখ করে তিনি বলেন, “মুজিববর্ষ উপলক্ষ্যে আমরা কিভাবে কালচারাল বিষয় একচেঞ্জ হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া তুরস্কের ইন্টারন্যাশনাল চ্যানেল আছে৷ যেটি ইংলিশ, সেখান থেকেও মুজিববর্ষের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য আমরা আলোচনা করেছি।”