জমে উঠেছে বউ-শাশুড়ি যুদ্ধ

| আপডেট :  ২১ নভেম্বর ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২১ নভেম্বর ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন বউ-শাশুড়ি। ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী।

প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন- ভাতিজা বউ শামীমা খাতুন টিনা এবং তার চাচি শাশুড়ি সাজেদা খাতুন। শাশুড়ি সাজেদা খাতুন গত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। অপরদিকে, টিনা এবারই নতুন প্রার্থী।

জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হাকিম বলেন, জলিল, শাহজাহান, তছির উদ্দিন ও সোলায়মান চার ভাই। এর মধ্যে বড় ভাই তছিরের ছেলে সাইফুল। ওই সাইফুলের স্ত্রী টিনা। অপরদিকে জলিল হল সাইফুলের ছোট চাচা। জলিল রাজশাহী চারঘাটের নন্দনগাছি এলাকার কলেজ শিক্ষক। আর সাইফুল গরু ব্যাবসায়ী। দুজনের বউ নির্বাচন করছে।

স্থানীয় মজিদ জানান, জলিল আওয়ামী লীগ করায় সাজেদাকে সমর্থন করছেন আওয়ামী লীগের ভোটাররা। অপরদিকে সাইফুল বিএনপি সমর্থক হওয়ায় টিনাকে সমর্থন করছেন বিএনপি ভেটাররা। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এ জামনগর ইউনিয়নে ভোট হবে।