মুন্সিগঞ্জে যুবলীগ সভাপতি কারাগারে

| আপডেট :  ১ ডিসেম্বর ২০২০, ০২:১৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ১ ডিসেম্বর ২০২০, ০২:১৪ অপরাহ্ণ

মারামারির মামলায় মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি জেলা আমলি আদালত-৫ এ মঙ্গলবার (০১ ডিসেম্বর) জামিন আবেদন করলে বিচারক মুক্তা মণ্ডল তার আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর সকালে গজারিয়া উপজেলার বৈদ্দারগাঁও গ্রামে রুবেল (৩২) ও কবির (২২) নামে দুই ব্যক্তি প্রতিপক্ষের হামলায় আহত হন।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে রুবেলের এক হাতের কব্জি ও আরেক হাতের দুই আঙুল কেটে ফেলা হয়েছে। আর কবিরের গায়ে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর আহত রুবেল স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে গজারিয়া থানায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খানকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা দায়ের করেন।