নিউ ইয়র্ক গিয়েই শাকিবের নতুন ঘোষণা

| আপডেট :  ১৫ নভেম্বর ২০২১, ০৭:০২ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৫ নভেম্বর ২০২১, ০৭:০২ অপরাহ্ণ

অবেশেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নতুন সিনেমায় ঘোষণা দিলেন চিত্রনায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নির্মাণ করবেন বলে জানিয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ১৬তম একটি বেসরকারি চ্যানেলের মিউজিক

অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান নতুন এই সিনেমার ঘোষণা দেন। তখন শাকিবের সঙ্গে মঞ্চে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন। শাকিব খান জানান, তার নতুন এই সিনেমার নির্মাতা হিমেল আশরাফ। তিনিও একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাকিব খান আরও বলেন, ‘আগে থেকেই

এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। করোনা না থাকলে শুটিং হয়ে এতোদিনে রিলিজও হয়ে যেত। সবসময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষপ্রান্ত পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়ে কাজ করছি। সেদিন আর দূরে নয়।’ নতুন সিনেমার ঘোষণা নিয়ে নিউইয়র্ক থেকে নির্মাতা হিমেল

আশরাফ আরটিভি নিউজকে বলেন, ‘আজ শাকিব খান নতুন যেই সিনেমার ঘোষনা দিয়েছেন তার গল্প, সংলাপ এবং চিত্রনাট্য আমার লেখা, নির্মাণও আমার করার কথা। সিনেমার নাম এখনও অনির্ধারিত। এই সিনেমার ৭০ ভাগ চিত্রায়িত হবে নিউইয়র্ক, ফ্লোরিডা, লাস ভেগাস এবং হলিউডে। ৩০ ভাগ বাংলাদেশে। আগামী বছরে

এসকে ফিল্মসের ব্যানারে এই সিনেমা নির্মিত হবে। তিনি আরও বলেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমার মত অনভিজ্ঞ এক নির্মাতার ওপর বাংলাদেশ সিনেমার সবচেয়ে বড় এবং ব্যাস্ত তারকা, অভিনেতা শাকিব খান যে আস্থা রেখেছেন তা

আমার জন্য অনেক বড় অর্জন। এখানে ব্যর্থ হলে সেটা শুধু আমার জন্য ক্ষতি না, পুরো সিনেমা ইন্ডাষ্ট্রির ক্ষতি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ব্যবসা সফল ভাল সিনেমা নির্মাণের।