ফাইনালে ‘শিশির’ খেলবে আসল খেলা

| আপডেট :  ১৪ নভেম্বর ২০২১, ০২:৩৪ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৪ নভেম্বর ২০২১, ০২:২৭ অপরাহ্ণ

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শিশির খুব ঝামেলা করছে। প্রচুর শিশির পড়ায় দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য তা বিপদ হয়ে দাঁড়ায়। সুবিধা পায় পরে ব্যাট করা দল। উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে ওঠে। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ঘটনা নিয়মিতই দেখা যাচ্ছে। যে মাঠে আজ রাত ৮টায় বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া।

মরুর বুকে অনুষ্ঠিত বিশ্বকাপে শিশিরের সুবিধা পেতে প্রতিটি দলই টস জিততে চায়। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের মতে, শিশিরের জন্য একটি দলের বাড়তি সুবিধা পাওয়াটা অন্যায়। ভারতের একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘এটা আসলে অন্যায়। শিশির নিয়ে অবশ্যই কোনো একটা পরিকল্পনা থাকা উচিত। স্টেডিয়াম তো আর ঢেকে দেওয়া সম্ভব নয়। তবে দুই দলকেই যতটা সম্ভব সমান সুযোগ দেওয়া উচিত।’

‘সুলতান অব সুইং’ খ্যাত আকরাম বলেন, ‘টস অবশ্যই বড় প্রভাব রাখবে ফাইনালে। কিন্তু তা কাম্য নয়। এই বিশ্বকাপে দেখা গেছে, টস জিতলেই ৮০-৯০ ভাগ সময় ম্যাচ জয় নিশ্চিত হয়ে যায়। রান তাড়া করার দলের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু তা অনুচিত। সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে বেশি শক্তিশালী মনে হচ্ছে, বিশেষ করে সেমি-ফাইনালে দারুণ জয়ের পর। আমাকে যদি বলেন ফাইনালে কোন দল ফেবারিট, আমি বল অস্ট্রেলিয়া একটু এগিয়ে আছে।’