মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৩:২৭ পূর্বাহ্ন
ইন্দোনেশিয়ায় ধর্ষণের শাস্তি হিসেবে এক ব্যক্তিকে জনসম্মুখে ১৪৬ বার চাবুকের ঘা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে দেশটির ইস্ট অসেহ এলাকায়। প্রায়ই এক বছর আগে এক নাবালিকা কিশোরীকে ধর্ষণ করেছিল ১৯ বছর বয়সী ওই তরুণ। আর এর শাস্তি হিসেবেই তাকে ১৪৬ বার চাবুকের ঘা দেয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলিমেইলের বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, চাবুক মারা শুরু হলেই ওই ধর্ষক যন্ত্রণায় ছটফট করতে শুরু করে এবং চাবুকের কয়েক ঘা খাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু এতেও তাকে ক্ষমা করা হয়নি। বরং প্রশাসনের পক্ষ থেকে সেখানে একজন ডাক্তার রাখা হয়েছিল এবং ডাক্তারের মাধ্যমে ধর্ষকের শুশ্রূষা করে চাবুক মারা হয়।
ইন্দোনেশিয়ায় ইসলামিক আইনের লঙ্ঘন করলে চাবুক মারা সাধারণ ব্যাপার। তবে এতবার চাবুক মারা হয় শুধু গুরুতর অপরাধ করলেই।
এ বিষয়ে দেশটির প্রশাসন জানিয়েছে, এরপর কেউ যাতে একই অপরাধ না করে একারণেই এমন নির্মম শাস্তি দেওয়া হয়।