অযোগ্য নাজমুলের নির্লজ্জ ক্রিকেট বোর্ড, বললেন সাবের

| আপডেট :  ৫ নভেম্বর ২০২১, ১০:১১ অপরাহ্ণ | প্রকাশিত :  ৫ নভেম্বর ২০২১, ১০:১১ অপরাহ্ণ

৮ ম্যাচ, ২ জয়, ৬ হার…এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে একনজরে বাংলাদেশের পারফরম্যান্স এটা। যে ম্যাচ দুটি বাংলাদেশ জিতেছে, তা প্রথম পর্বে, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। সুপার টুয়েলভে টানা ৫ ম্যাচ হেরে গতকাল শেষে হয়েছে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ।

চরম ব্যর্থ এক বিশ্বকাপের পর বাংলাদেশ দলের সমালোচনা হচ্ছে দেশে-বিদেশে। খারাপ পারফরম্যান্সের জন্য কেউ দায়ী করছেন খেলোয়াড়দের। কেউ আবার সমালোচনা করছেন ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনার অভাবেই বাংলাদেশ দলের এমন করুণ অবস্থা বলে মনে করছেন অনেকে।

বিসিবির সমালোচনায় যোগ দেওয়া সর্বশেষ নাম প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। সরকারি দলের এ সাংসদ ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন। তিনি বিসিবির সভাপতি থাকার সময়েই টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ সাবের হোসেন চৌধুরী। বিসিবির সমালোচনা করতে গিয়ে সংগঠনটির বর্তমান সভাপতি নাজমুল হাসানের অধীনে বিশ্বকাপে (ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে) বাংলাদেশের পারফরম্যান্সের অবস্থা তুলে ধরেছেন সাবের।

গতকাল অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটিতে ৮ উইকেটে হারার পর সাবের টুইট করে তাঁর হতাশার কথা জানান।

টুইটের প্রথম অংশে সাবের লিখেছেন, ‘জনাব পাপনের (নাজমুল হাসান) অধীনে বাংলাদেশ এই নিয়ে ৪টি বিশ্বকাপ খেলে ফেলল। পারফরম্যান্স খারাপ থেকে খারাপতম হয়েছে। (বিসিবির) সবচেয়ে বেশি সময় কাটানো সভাপতি সবচেয়ে অযোগ্যও।’

সাবের তাঁর টুইটের দ্বিতীয় অংশে লিখেছেন, ‘অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে তিনি আমাদের ক্রিকেটকে মাটিতে মিশিয়ে দিয়েছেন।’ সাবের তাঁর সমালোচনা শেষ করেছেন এই লিখে, ‘এটা দুঃখজনক যে আমাদের একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে।’ সূত্রঃ প্রথম আলো