শারজায় যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারত

| আপডেট :  ৩ নভেম্বর ২০২১, ১১:২৩ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩ নভেম্বর ২০২১, ১১:২৩ অপরাহ্ণ

এখন থেকে শ্রীনগর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না ভারত। আজ বুধবার (৩ নভেম্বর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি। এই ঘোষণার ফলে দুই শহরের মধ্যে বিমান পরিসেবা কিছুটা প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, এই সিদ্ধান্তের ফলে পথ পরিবর্তন করে ঘুরে উদয়পুর, আহমেদাবাদ এবং ওমান হয়ে শারজায় পৌঁছাতে নির্ধারিত সময়ের থেকে আরও এক ঘণ্টা বেশি লাগবে। এতে করে যাত্রা আরও ব্যয়বহুল হবে।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পাকিস্তানের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছেন।

এ ব্যাপারে ওমর বলেন, ‘২০০৯-১০ ঠিক একই রকম পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান। তাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না বলে তখনও জানিয়েছিল পাকিস্তান। ফলে শ্রীনগর থেকে দুবাই বিমান পরিসেবা প্রভাবিত হয়েছিল।’