অস্ট্রেলিয়ার সাথে ১ ম্যাচ জিতেও বাংলাদেশ যেভাবে সেমিফাইনালে যেতে পারে

| আপডেট :  ৩ নভেম্বর ২০২১, ০২:১৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ৩ নভেম্বর ২০২১, ০২:১১ অপরাহ্ণ

লাল-নীল রঙিন স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসা। প্রতিশ্রুতির ফুলঝুরি সাজানো হয়েছিল ম্যাচের পর ম্যাচ জয়ের আশার ফুল দিয়ে। মরুর বিশ্বকাপে মরীচিকা হয়ে গেছে সেসব দিনের কথা। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর প্রতিশ্রুতির কথা মনে করে হয়তো লজ্জায় লাল হচ্ছেন ক্রিকেটাররা।

এখনো হাতে বাকি আছে এক ম্যাচ। এক ম্যাচ বাকি থাকলেও নীরস গাণিতিক সমীকরণ বলছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিদায়ঘণ্টা বেজে গেছে। কিন্তু আমরা তো আশাবাদী মানুষ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটির আগেও আমরা হিসাবনিকাশ করে বের করেছিলাম, টাইগাররা কীভাবে সেমিতে যেতে পারে। এমনই হিসাব ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এখনো এক ম্যাচ বাকি, আমরা কেন আশা হারাব! আসুন, দেখা যাক, এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে…
প্রশ্ন এক- এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে? বাংলাদেশকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে এবং পরের বিশ্বকাপে অংশ নিতে হবে। সেখানে ভালো করলেই সেমিফাইনাল নিশ্চিত।

প্রশ্ন দুই- এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে? সেমিফাইনাল নামে একটা দেশ তৈরি করতে হবে। তারপর বিমানের টিকিট কেটে সোজা সেমিফাইনালে যাওয়া ওয়ান–টুর ব্যাপার।
প্রশ্ন তিন- এক ম্যাচ জিতেও বাংলাদেশ কীভাবে সেমিফাইনালে যেতে পারে? সেমিফাইনাল ম্যাচের কিছু টিকিট কিনে গ্যালারিতে বসলেই ইচ্ছেটা পূরণ হবে।