সাহস থাকলে তারেক রহমান দেশে আসুক: প্রধানমন্ত্রী

| আপডেট :  ২ নভেম্বর ২০২১, ১০:০৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২ নভেম্বর ২০২১, ১০:০৭ পূর্বাহ্ণ

পালিয়ে না থেকে সাহস থাকলে তারেক রহমানকে দেশে ফিরতে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক নেতৃত্বকে জনগণ কেন ভোট দেবে? দেশের উন্নয়ন যাদের পছন্দ নয় তারাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে’।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি এসব বলেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিলো না। তবে সম্পদের প্রাচুর্য না থাকলেও যে উন্নতি করা সম্ভব তা প্রমাণ করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশিদের সম্মান বেড়েছে না কমেছে সে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য ফিরুক, এটা তারা চায় না। স্কটল্যান্ডের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভুত একজন প্রতিনিধি বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।