সাপ হাতে বাঁশির সুরে গোখরার খেলা দেখলেন জার্মান রাষ্ট্রদূত

| আপডেট :  ২০ নভেম্বর ২০২০, ০২:৩৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ২০ নভেম্বর ২০২০, ০২:৩৯ অপরাহ্ণ

একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলে বেশ জনপ্রিয় ছিলো সাপখেলা। সকল বয়সী মানুষ বেশ উপভোগ করতেন এই সাপখেলা। আর এবার এই সাপখেলা উপভোগ করতে দেখা গেছে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজকে।

শুক্রবার এমন একটি ভিডিও নিজের টুইটার একাউন্টে পোস্ট করেছেন এই রাষ্ট্রদূত। ভিডিওতে দেখা যায়, একজন সাপুড়ের বাঁশির সুরে বিষধর গোখরা সাপ ফনা তুলছে আর সাপুড়ের পাশে বসে সাপের খেলা উপভোগ করছেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ।

এ সময় তাকে একটি ছোট সাপও হাতে নিতে দেখা যায়। তিনি কিছু সময় সাপটি ধরে রেখে আবার পরে নামিয়ে রাখেন।