হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২১, ০৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২১, ০৫:৩৬ অপরাহ্ণ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, তার ব্লাড প্রেসার ও হার্ট-বিট ভালো আছে। কিন্তু তিনি নিস্তেজ অবস্থায় আছেন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।

বৃহস্পতিবার দুপুরে বেগম রওশন এরশাদ-এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে এসব কথা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দীর্ঘদিন ধরে বেগম রওশন এরশাদ সিএমএইচ-এ চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে। কিন্তু তিনি নিস্তেজ অবস্থায় আছেন। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। তাকে বিদেশ নেয়ার মতো শারীরিক অবস্থা নেই।

এসময় আগামীকাল শুক্রবার সারাদেশে জাতীয় পার্টির পক্ষ থেকে বেগম রওশন এরশাদ-এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করতে নির্দেশনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।