ধর্ষণ বৃদ্ধিতে নারীবাদীরা দায়ী: সংসদে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য

| আপডেট :  ১৮ নভেম্বর ২০২০, ০৬:১৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৮ নভেম্বর ২০২০, ০৬:১৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে দেশজুড়ে ধর্ষণের ঘটনা বৃদ্ধির জন্য নারীবাদীরা দায়ী করেছেন বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২০ নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।

সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলুর মতে, নারী মুক্তির নামে নারীবাদীরা নারীদের স্বাধীন হতে উৎসাহিত করছে। আর এর ফলেই ধর্ষণকারীরা ধর্ষণে উৎসাহিত হচ্ছে।

এসময় তিনি হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফীর কথার সাথে একমত পোষণ করে নারীদের তেঁতুলের সাথেও তুলনা করেছেন।

তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আল্লামা শফীর তেঁতুল তত্ত্ব যদি ব্যবহার করা হয়, তাহলে ধর্ষকরা নিরুৎসাহিত হবে… এবং তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি বাড়বে।’

প্রসঙ্গত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২০ উত্থাপন করেন, যা কণ্ঠ ভোটে পাস হয়। এতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করা হয়েছে।