অবশেষে বাইডেনের জয় মেনে নিয়ে যা বললেন ট্রাম্প

| আপডেট :  ১৫ নভেম্বর ২০২০, ০২:৪৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৫ নভেম্বর ২০২০, ০২:৪৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বাইডেনেকে ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে আরও আগেই। বিশ্বের অনেক রাষ্ট্র ইতোমধ্যে বাইডেনকে অভিনন্দন ও জানিয়েছে। তবে বাইডেনের জয় মেনে নিচ্ছিলেন না ট্রাম্প। অনেকবারই নিজেকেই বিজয়ী হিসেবে দাবি করেছিলেন। তবে শেষপর্যন্ত বাইডেনের জয় মেনে নিয়েছেন তিনি।

ইতোমধ্যে ডেইলি এক্সপ্রেস এবং জেরুজালেম পোস্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও বিজয় মেনে নিলেও ট্রাম্প এখনও দাবি করছেন নির্বাচনে কারচুপি হয়েছিল।

এক টুইটে ট্রাম্প লিখেছেন, নির্বাচনে জালিয়াতির কারণে সে (বাইডেন) জিতেছে। ভোট দেখতে কাউকে বা পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হয়নি। ভুয়া আর নীরব মিডিয়া এবং আরো অনেককিছু!”

এছাড়া অপর এক টুইটে ট্রাম্প লিখেছেন তারা সত্যিই ভোট চুরির চেষ্টা করছিল এবং ধরা না পড়ে ব্যাপক সফল হয়েছিল। এসময় তিনি, মেইল-ইন নির্বাচনকে এক নিষ্ঠুর রসিকতা হিসেবেও উল্লেখ করেন।