ইসরায়েলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের ওপর চাপ বাড়ছে

| আপডেট :  ১৫ নভেম্বর ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৫ নভেম্বর ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ণ

ইসরায়েলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের ওপর বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো প্রতিনিয়ত চাপ তৈরি করছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান জানান, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য তারা চাপের মুখে রয়েছেন। তবে ফিলিস্তিন সংকট সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিবে না বলেও জানিয়েছেন ইমরান খান।

এদিকে, চাপ আসছে উল্লেখ করলেও কোন কোন রাষ্ট্র থেকে এধরণের চাপ আসছে সে সম্পর্কে কিছু বলেননি ইমরান খান। ইমরান খান বলেন, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকায় তিনি এসকল রাষ্ট্রের নাম উল্লেখ করছেন না কারণ তিনি চাননা এসকল রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হোক।

প্রসঙ্গত, ট্রাম্পের মধ্যস্থতায় আরব-আমিরাত, বাহরাইনসহ বেশ কয়েকটি মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। ডোনাল্ড ট্রাম্প বার্তা দিয়েছিলেন সামনে আরও ৫ থেকে ৬টি মুসলিম রাষ্ট্র ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে।