বর্ষীয়ান অভিনেতা ড. ইনামুল হক আর নেই

| আপডেট :  ১১ অক্টোবর ২০২১, ০৪:৪৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ১১ অক্টোবর ২০২১, ০৪:৪৩ অপরাহ্ণ

বর্ষীয়ান অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক আর নেই। সোমবার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার মেয়ে হৃদি হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. এনামুল হক দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি চমৎকার গল্পের নাটক লিখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত টেলিভিশনের জন্য ৬০টি নাটক লিখেছিলেন তিনি। তার লেখা আলোচিত টিভি নাটকের মধ্যে রয়েছে ‘সেইসব দিনগুলি’ (মুক্তিযুদ্ধের নাটক), ‘নির্জন সৈকতে’ ও ‘কে বা আপন কে বা পর’।

১৯৬৮ সালে তার প্রথম লেখা নাটক ‘অনেকদিনের একদিন’ বাংলাদেশ টেলিভিশন প্রচারিত হয়। নাটকটির প্রযোজনায় ছিলেন আরেক বর্ষীয়ান কিংবদন্তি আবদুল্লাহ আল মামুন।