যে কারণে বিয়ের আসর থেকে পালিয়ে গেলেন বর

| আপডেট :  ৯ অক্টোবর ২০২১, ১১:০৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৯ অক্টোবর ২০২১, ১১:০৯ পূর্বাহ্ণ

গতকাল শুক্রবার (৮ অক্টোবর) পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়ীয়ায় নবম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন করা হয়। বরসহ বরপক্ষও চলে এসেছে। এমন সময় হঠাৎ করে বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেলেন বর।

জানা গেছে, ফুফাতো ভাইয়ের সঙ্গে ভুয়া জন্ম নিবন্ধন করে বিয়ে দিচ্ছিল তার পরিবার। এমন সময়
১৪ বছরের ওই কিশোরীর বিয়ের খবর পেয়ে উপজেলার নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম ঘটনাস্থলে উপস্থিত হন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে বরসহ ছেলেপক্ষ পালিয়ে যায়। পরে বাল্যবিয়ের অভিযোগে কন্যাপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাথে বিবাহের সব অনুষ্ঠান ভেঙে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম এ ব্যাপারে বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে বরপক্ষ পালিয়ে যায়। পরে মেয়েপক্ষকে বাল্যবিয়ের অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানাসহ অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।