দুই সিমের মোবাইল নিবন্ধন করবেন যেভাবে

| আপডেট :  ৪ অক্টোবর ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৪ অক্টোবর ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ণ

অবৈধ হ্যান্ডসেট বিক্রি বন্ধ করার উদ্দেশ্যে দেশে সম্প্রতি সকল মোবাইল ফোনের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। তবে বর্তমানে হ্যান্ডসেট নিবন্ধনের যে পদ্ধতি রয়েছে তাতে দুই সিম বিশিষ্ট মোবাইলের নিবন্ধনে কিছু জটিলতা রয়েছে। আর এই সমস্যার সমাধান দিয়েছে বিটিআরসি।

জানা গেছে, আইএমইআই নম্বর অনুযায়ী মোবাইলের প্রতিটি স্লটে ব্যবহৃত সিমের বিপরীতে স্লটের ব্যবহার অনুযায়ী আলাদাভাবে নিবন্ধন করা হবে। এ জন্য একই কাগজপত্র-ডকুমেন্ট সেট দিয়ে পৃথক পৃথক আবেদন করতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গণমাধ্যম শাখার উপ-পরিচালক জাকির হোসেন খাঁন বলেন, ‘বর্তমানে একসঙ্গে সর্বোচ্চ একটি আইএমইআই নম্বরের জন্য নিবন্ধন করার ব্যবস্থা রয়েছে। তাই একাধিক আইএমইআই নম্বর সংবলিত হ্যান্ডসেটের প্রতিটি আইএমইআই নিবন্ধনের জন্য neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে একই কাগজপত্র-ডকুমেন্ট সেট দিয়ে পৃথক পৃথক আবেদন করতে হবে। একসঙ্গে একাধিক আইএমইআই নিবন্ধন করার সুবিধা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই তা করা হবে।