২৮ বছর পর আর্মেনিয়ার শোনা যাবে আজান

| আপডেট :  ৮ নভেম্বর ২০২০, ০৪:৪২ অপরাহ্ণ | প্রকাশিত :  ৮ নভেম্বর ২০২০, ০৪:৪২ অপরাহ্ণ

কারাবাখ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর শুশা। কিন্তু আর্মেনিয়ার বাহিনী ১৯৯২ সালের ৮মে শুশা দখল করে। এরপর থেকে এই এলসকায় আর আজানের ধ্বনি শোনা যায়নি।

তবে দীর্ঘ ২৮ বছর পর গত রোববার কারাবাখের দ্বিতীয় এ শহরটি আর্মেনিয়ার কাছ থেকে মুক্ত করেছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

আর এরপরই আজেরি প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, তারা বিশ্বকে প্রমাণ করবেন কারাবাখ ঐতিহ্যগতভাবে আজারবাইজানের অঞ্চল এবং বহু বছর পর এখন সেখানে আজানের ধ্বনি শোনা যাবে।

শহীদদের উদ্দেশে রাজধানীর বাকুতে দেয়া এ ভাষণে তিনি বলেন, তারা ধারাবাহিকভাবে জয়ের দিকে এগিয়ে চলছেন। যদি আর্মেনিয়ার নেতারা তাদের দাবির সাড়া না দেন তাহলে তারা শেষ পর্যন্ত যাবেন।

প্রসঙ্গত, আজারবাইজান ও আর্মেনিয়া গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখে নতুন করে সংঘাতে জড়ায়।
আর্মেনীয় হামলার এ পর্যন্ত শতাধিকের বেশি আজারবাইজানি বেসামরিক নাগরিক নিহত হয়।