প্রত্যকে মুসলমানের উচিত শরীর চর্চা তথা ঈদাদ এ মনোনিবেশ করা : সোহেল তাজ

| আপডেট :  ২৬ সেপ্টেম্বর ২০২১, ০১:১১ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৬ সেপ্টেম্বর ২০২১, ০১:১১ অপরাহ্ণ

সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘ইসলামে শারীরিক সামর্থ্য বৃদ্ধি করার জন্য জোর তাগিদ প্রদান করা হয়েছে, ইসলামে এই শারিরীক শক্তি, সক্ষমতা বৃদ্ধিকে বলা হয় “ঈদাদ”। ইসলামের সোনালি যুগে সাহাবী, তাবেঈ গণ জিহাদের জন্য নিজেদের শারিরীক সক্ষমতা বৃদ্ধির জন্য ঈদাদ বা শরীরচর্চাকে ফরজ সমতুল্য মনে করতেন।

যদিও তারা আর্থিকভাবে অনেকেই দরিদ্র ছিলেন।আর হাদীসে আসছে” শক্তিশালী মুমিন দুর্বল মুমিন অপেক্ষা উত্তম। তাই প্রত্যকে মুসলমান এর উচিত শরীর চর্চা তথা ঈদাদ এ মনোনিবেশ করা।

আমি বিশ্বাস করি যে একটি মানুষ ৮০-৯০ বছর বয়স পর্যন্ত সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারে যদি সে সঠিক পন্থায় জীবনযাপনের পথ বেছে নেয় I অর্থাৎ, সে যদি তার খাদ্যাভ্যাস সঠিক ভাবে পালন করে এবং তার পাশাপাশি মানসিক ও শারীরিক চর্চা বজায় রাখে I স্বাস্হ্য বিজ্ঞানও তাই বলে- এর প্রমান পাওয়া যায় একাধিক গবেষণামূলক অনুসন্ধান (সাইন্টিফিক রিসার্চ) থেকে I

মাদক কে না বলো আর একটা সূস্থ সুন্দর জীবন কে হ্যা বলো
Say no to drugs/steroids, stay natural and say yes to a beautiful & healthy life!’