রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

| আপডেট :  ৪ নভেম্বর ২০২০, ০৩:৫১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৪ নভেম্বর ২০২০, ০৩:৫১ পূর্বাহ্ণ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

পিবিআই সিলেটের পুলিশ সুপার খুলেকুজ্জামান মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, রায়হান হত্যা মামলায় পূর্বের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম করোনা আক্রান্ত হওয়ায় মামলার তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আওলাদ হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এসময় তিনি আরও জানান, মুহিদুল ইসলাম সুস্থ হওয়ার পর পুনরায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের ৮ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা প্রায় সকলে মামলাটির তদন্তের সাথে সংশ্লিষ্ট ছিলেন। বর্তমানে তাদের মধ্যে ৩ জন পুলিশ পরিদর্শক হাসপাতালে ও ২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।