পুলিশ অফিসার থেকে সুপারমডেল হলেন তরুনী

| আপডেট :  ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:১৬ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:১৬ পূর্বাহ্ণ

একসময় গেরুয়া পোশাক তাকে দেখা যেতো আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত থাকতে। নাম ইক্সা হ্যাং সুব্বা। সিকিম রাজ্যের আলোচিত এই তরুণী পারদর্শী বক্সিংয়েও। আর সম্প্রতি তিনি নিজ রাজ্যের হয়ে জাতীয় পর্যায়ের সুপারমডেলের দৌড়ে সামিল হয়েছেন।

জানা গেছে, এই তরুণী চলতি বছরের এমটিভি সিজন-২’র ‘সুপারমডেল অব দ্য ইয়ার’ হয়েছেন। এছাড়া জাতীয় পর্যায়ে বক্সিং করেছেন ইক্সা। পাশাপাশি বাইক রাইডিংয়ে রয়েছে তার আলাদা দক্ষতা। এসবে তিনি দারুণভাবে নজর কেড়েছেন নেটিজেনদের।

ইতোমধ্যে ইন্টারনেটে তার বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হয়েছে। তিনি কখনো নিজের দায়িত্ব পালনের রূপে ক্যামেরাবন্দি হন, আবার কখনো ফ্যাশনেবল ড্রেস পরে নিজেকে মোহময়ী রূপে উপস্থাপন করেন। এ ঘটনায় গোটা রাজ্যের মানুষ তাকে নিয়ে গর্বিত।

ইক্সার স্বপ্ন, তিনি একদিন দেশের সেরা সুপারমডেল হবেন। শুধু দেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে যাবে তার পরিচিতি। এভাবে নিজের রাজ্য ও নারীদের প্রতিনিধিত্ব করতে চান এই তরুণী।

প্রসঙ্গত, ২০১৯ সালে মাত্র ১৯ বছর বয়সে সিকিম পুলিশ বিভাগে যোগ দেন ইক্সা।