রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

| আপডেট :  ২ নভেম্বর ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২ নভেম্বর ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ণ

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এবং পিবিআই সিলেটের পরিদর্শক মুহিদুল ইসলাম সোমবার (২ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। মুহিদুল ইসলাম বলেন, তিনিসহ পিবিআই’র ৪ পরিদর্শক এবং এক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সকলে আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর (রোববার) ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যু হয়। প্রথমে দাবি করা হয় ছিনতাইকালে রায়হানের মৃত্যু হয়েছে কিন্তু পরবর্তীতে জানা যায় পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যু হয়েছে।