সম্পতির লোভে স্বামীকে পাগল সাজালেন স্ত্রী

| আপডেট :  ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০০ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০০ অপরাহ্ণ

সম্পত্তি হাতিয়ে নিতে স্ত্রী তার স্বামী খলিল শেখ (৬০) বৃদ্ধকে পাগল সাজিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পুত্র ও কন্যার যোগসাজশ রয়েছে বলে জানা জানা যায়। এছাড়া ভুক্তভোগী বৃদ্ধের হাত পা বেধে ঘরের মধ্যে আটকে রেখে অমানবিক নির্যাতনের একটি ভিডিও গত মঙ্গলবার (১৪) সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়।

এতে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত শুক্রবার (১০ সেপ্টেন্বর) দুপুরে মাদারীপুর রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় কয়েকজন মিলে খলিল শেখের হাত পা বাঁধছেন। এসময় খলিল শেখ কান্নাকাটি করছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- মো. খলিল শেখ স্ত্রী হায়তুন বেগম, ২ ছেলে নাজমুল শেখ ও আসিব শেখ এবং ২ মেয়ে রাবেয়া আক্তার ও মাহমুদা আক্তারকে নিয়ে বৌলগ্রাম এলাকায় বসবাস করেন। বিভিন্ন কারণে স্ত্রী, ছেলে ও মেয়েদের উপর ক্ষিপ্ত খলিল তার সম্পত্তি আপন ভাইকে লিখে দিতে পারে-এমন আশঙ্কায় বাড়ির সবাই মিলে খলিল শেখকে শুক্রবার জুম্মা নামাজের সময় ঘরের মধ্যে একটি রুমে আটকে রেখেন।

একই সঙ্গে তারা খলিল শেখকে পাগল সাজিয়ে হাত-পা বেঁধে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। এরপর থেকে খলিল শেখের আর কোনো সন্ধান মেলেনি। নির্যাতনের শিকার খলিলের ভাই তারা মিয়া শেখ বলেন- ‘আমার ভাই পাগল না। আমার ভাইর স্ত্রী, ছেলে ও মেয়েরা তাকে পাগল সাজিয়ে হাত-পা বেধে কোথায় যেন নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাচ্ছি না।

আমি আমার ভাইকে ফিরে পেতে চাই। স্থানীয় অনেক বাসিন্দার সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমার ভাইকে সুস্থ দাবী করেছেন।’ অভিযোগ অস্বীকার করে খলিল শেখের স্ত্রী হায়াতুন বেগম বলেন, ‘আমার স্বামী পাগল, সে প্রায়ই বাড়ি-ঘর ভাংচুর করে। তাই তাকে বেধে প্রথমে ফরিদপুর এবং পরে পাবনার সুরমা মেন্টাল ক্লিনিকে ভর্তি করেছি।’

এ ঘটনায় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক সাংবাদিকদের জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।