সন্তান হত্যার বিচার চাইতে হাইকোর্টে মা

| আপডেট :  ২ নভেম্বর ২০২০, ০৪:১৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২ নভেম্বর ২০২০, ০৪:০৪ পূর্বাহ্ণ

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে গত ১১ অক্টোবর পুলিশের নির্যাতনে মৃত্যুবরণ করেন রায়হান আহমেদ। এরপর গত ১৩ অক্টোবর রায়হানের মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। আর এরই ধারাবাহিকতায় বিচারিক তদন্ত চেয়ে করা রিট আবেদনের পক্ষভুক্তি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন রায়হানের মা সালমা বেগম।

গত রবিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন তিনি। আদালতে সালমা বেগমের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। ফয়েজ উদ্দিন জানান, এ বিষয়ে আজ শুনানি হতে পারে।

প্রসঙ্গত, নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ইনচার্জ আকবর হোসেনের নেতৃত্বে গত ১১ অক্টোবর রায়হানের ওপর নির্যাতন চালানো হয়। প্রাথমিকভাবে তদন্ত কমিটি রায়হানের ওপর পুলিশ নির্যাতনের সত্যতা পেয়েছে।