শিশুকে ধ’ র্ষ’ণচেষ্টা, কাঁ’দতেই আমড়া খাওয়াবেন বলে বাড়ি ছাড়েন শিক্ষক

| আপডেট :  ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১ অপরাহ্ণ | প্রকাশিত :  ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে আট বছরের শি’শুকে ধ”ণচেষ্টার অ’ভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক শিক্ষকের বি’রুদ্ধে। এ ঘটনায় অ’ভিযুক্ত নুরুল ইসলামের বি’রুদ্ধে মা’মলা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে মা’মলাটি করেন ভু’ক্তভোগীর শি’শুর বাবা। অ’ভিযুক্ত নুরুল ইসলাম উপজে’লার আচারগাঁও ইউপির সিংদই গ্রামের সহা মিয়ার ছেলে। তিনি কি’শোরগঞ্জের হোসেনপুর উপজে’লার এলাহী নেওয়াজ স’রকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ভু’ক্তভোগীর পরিবার জানায়, ৫ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকায় ঘরে ঢুকে ওই শি’শুকে ধ”ণের চেষ্টা করেন নুরুল ইসলাম। এতে শি’শুটি কা’ন্নাকাটি করলে আমড়া খাওয়াবে বলে নুরুল ইসলাম চলে যান।

শি’শুটির বাবা রোববার রাতে নুরুল ইসলাম মাস্টারের বাড়িতে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বি’ষয়টি জানালে কেউ গুরুত্ব দেননি। বি’ষয়টি জানাজানি হলে শি’শুর বাবাকে প্রথমে তিন হাজার পরে পাঁচ হাজার টাকা দিয়ে চুপ থাকতে বলেন নুরুল ইসলাম মাস্টারের চাচাতো ভাই হারিছ, ভাতিজা আমিনুল, সাবেক মেম্বার আবদুর রশিদ।

এদিকে, ওই শি’শুর শা’রীরিক অবস্থা খা’রাপ হতে থাকলে সোমবার দুপুরে নান্দাইল উপজে’লা স্বা’স্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। বি’ষয়টি বুজতে পেরে নান্দাইল থানায় জানান চিকিৎসক। পরে হাসপাতালে গিয়ে ওই শি’শুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাত ১১টার দিকে নান্দাইল থানায় মা’মলা করেন শি’শুর বাবা।

নান্দাইল মডেল থানার ওসি (ত’দন্ত) ওবায়দুর রহমান বলেন, ওই শি’শুকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মা’মলার অ’ভিযুক্ত আ’সামিকে গ্রে’ফতারে অ’ভিযান চলছে।