পদ্মায় মিললো বিলুপ্তপ্রায় ১১ কেজি ওজনের ঢাই মাছ

| আপডেট :  ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১১ সেপ্টেম্বর ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ

পদ্মা নদীতে এক জেলের জালে প্রায় ১১ কেজি ওজনের বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ ধরা পড়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় রাম হলাদারের জালে বড় আকৃতির এ মাছটি ধরা পড়ে।

পরে দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান মিয়া ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কেনেন। তিনি জানান মাছটির ওজন ছিলো প্রায় ১১ কেজি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, পদ্মার ঘোলা পানিতে মূলত ঢাই মাছের আবাস থাকলেও বর্তমানে তা বিলুপ্তপ্রায়। আগের পদ্মার ‘ভরা যৌবনে’ প্রায়ই এই মাছ পাওয়া যেত। বর্তমানে মাঝে মধ্যে এর দেখা পাওয়া যায়।

রাজবাড়ীর (ভারপ্রাপ্ত) জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ঢাই মাছ প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে পদ্মায় মাঝেমধ্যে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। মাছটি কীভাবে রক্ষা করা যায়, সেটি নিয়ে গবেষণা করা হবে।