সোমবার, ১২ এপ্রিল ২০২১, ০৫:৪৪ পূর্বাহ্ন
নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন তরুণ আইনজীবী তাসিম হাসান বাঁধন । বৃহস্পতিবার (২২ অক্টোবর) আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঁধন নিজেই।
নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে বাঁধন লিখেছেন, আসসালামুআলাইকুম, আমার করোনা টেস্ট পজিটিভ এসেছে। আজ আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করছি। আমি যেন প্রানঘাতি করোনাকে যুদ্ধ করে হারিয়ে পুনরায় স্বশরীরে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ইনশাআল্লাহ আপনাদের দোয়া আর ভালবাসায় খুব শীঘ্রই ফিরে আসবো। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
উল্লেখ্য, হাজী মীর হোসেন মীরু, (৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর) এবং তার ছেলে তাসিম হাসান বাঁধন বাংলাদেশে করোনাভাইরাসের মোকাবিলায় শুরু থেকেই ব্যক্তিগত এবং সরকারি উদ্যোগে এলাকাবাসীর মধ্যে নিজে স্ব-শরীরে থেকে ত্রাণ কার্যক্রম ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজে সরাসরি অংশগ্রহন করেছেন ৷ নিজ অর্থায়নের মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করেছেন। একই সঙ্গে দুর্গম এলাকায় নিজের কাঁধে খাবারের বস্তা বইয়ে নিয়ে গিয়েছেন বাঁধন।
এদিকে এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন বাঁধন। তিনি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে উঠেন ৷