বার্সেলোনার খেলোয়াড়ের ফেসবুক পেজেও শ্যামলের সংলাপ!

| আপডেট :  ৩১ আগস্ট ২০২১, ০৫:৪১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩১ আগস্ট ২০২১, ০৫:৪১ পূর্বাহ্ণ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন বাংলাদেশ রেলওয়ের কর্মচারী শ্যামল নামের এক ব্যক্তি। তার বাংলা ইংরেজি মিশ্রিত সংলাপ হ্যাভ অ্যা রিলাক্স, সি ইউ নট ফর মাইন্ড দেখা যাচ্ছে প্রায় সর্বত্র।

তবে সেই সংলাপ যদি সীমানা ছাড়িয়ে ফুটবল অঙ্গনে ছড়িয়ে পড়ে তাহলে সেটি বিস্ময়কর ই বটে। তবে এমনটাই ঘটেছে বলে মনে করছেন নেটিজেনরা। স্পেনের জাতীয় দলের মিডফিল্ডার ও বার্সেলোনার খেলোয়াড় পেড্রি গঞ্জালেজের ফেসবুক পেইজে একটি একটি ছবি পোস্ট করা হয়েছে।

যেখানে দেখা যাচ্ছে, গঞ্জালেজ গোলরক্ষকের ভূমিকায় রয়েছেন। আর বার্সেলোনায় ফিরে আসা গোলরক্ষক মার্ক অ্যান্ড্রিউ স্টেগেনকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘প্রিয় স্টেগেন, হ্যাভ অ্যা রিলাক্স, সি ইউ নট ফর মাইন্ড, জাস্ট চিল।’
আর এই পোস্ট দেখে চক্ষু চড়কগাছ দেশীয় সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের। হবেই না কেন? মেসির সদ্য সাবেক সতীর্থ’র ফেসবুক পেইজে যদি দেশের একজন মানুষের বিষয় উঠে আসে তাহলে সেটা তো বিস্ময়েরই বটে।

ছবিসহ দেওয়া ওই পোস্টে অনেকেই জানতে চেয়েছেন শ্যামলের সংলাপ কিভাবে স্পেনে পৌঁছে গেল। অনেকে আবার ভাবছেন আসলে পেড্রির ফেসবুক পেইজ নয়, এটা বাংলাদেশ থেকে কেউ চালায়।

একজন মন্তব্য করেছেন, ‘এই পেইজ বাংলাদেশি ক্রিকেটারদের কেউ একজন চালায়,কারণ ক্রিকেটাররা সবাই কমেন্ট করে সবাই পোস্ট শেয়ার করে এবং এই কেপশন বাংলাদেশি ছাড়া কেউ জানেই না।’
পেড্রি গঞ্জালেজ নামের এই ফেসবুক পেইজের মেম্বার আড়াই লাখ। পেজটি আসলেই পেড্রি গঞ্জালেজের কি না, এ ব্যাপারে একটু অনুসন্ধান চালানোর চেষ্টা করা হয়েছে।

তবে নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশ থেকে কেউ পেইজটি চালান না। সংযুক্ত আরব আমিরাত থেকে এই পেইজের নেপথ্যে দুইজন অ্যাডমিন রয়েছেন। যারা এই পেইজটিকে নিয়ন্ত্রণ করছেন। তারা পেজটিতে নিয়মিত হালনাগাদ দিচ্ছেন, যাতে করে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি পেড্রি গঞ্জালেজের ফেসবুক পেইজ কি না। আর ফেসবুক পেইজটি চালু করা হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে।

প্রসঙ্গত শ্যামল বাংলাদেশ রেলওেয়ের একজন কর্মচারী। অর্থাভাবে তিনি পড়ালেখা করতে না পারলেও সাধারণ কথোপকথনে বাংলা এবং ইংরেজি শব্দ মিলিয়ে কথা বলার চেষ্টা করেন।