নারীদের পোশাক নিয়ে আমাদের নির্দেশনা দেয়ার অধিকার পাশ্চাত্যের নেই: হেকমতিয়ার

| আপডেট :  ৩০ আগস্ট ২০২১, ১১:০৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২১, ১১:০৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানে নারীদের পোশাক কেমন হবে এ বিষয়ে কোনো প্রকার নির্দেশনা দেয়ার অধিকার পাশ্চত্যের নেই বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও হিজবে ইসলামী দলের প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার।

কাবুলে পাকিস্তানি সংবাদমাধ্যমের কাছে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার এই কথা বলেন তিনি। তিনি বলেন, ‘পাশ্চত্যের কোনো অধিকার নেই আমাদের দেশে নারীদের পোশাকের বিষয়ে আমাদের নির্দেশনা দেয়ার। ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্য রেখেই আফগানিস্তানে নারীদের পোশাক নির্ধারিত থাকবে। তালেবানের উচিত হবে যে নারীই পোশাকের নির্ধারিত নীতিমালা মেনে চলবে, তাদেরকেই কাজের অনুমতি দেয়া।’

এসময় তিনি আরও বলেন, তালেবানের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটিতে যদি একটি সমন্বিত সরকারও গঠন করা হয়, তবুও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানকে স্বীকৃতি দেবে না।

ভারতকে হুশিয়ার করে তিনি বলেন, ‘ভারতসহ সব দেশেরই আফগানিস্তানে শান্তি বজায় রাখায় স্বার্থ রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতোই ভারতের উচিত হবে অতীতের ভুলকে স্বীকার করে নেয়া এবং কোনো প্রকার হস্তক্ষেপ না করার ঘোষণা করা।’

নতুন সরকারের নিকট প্রত্যাশার বিষয়ে হেকমতিয়ার বলেন, ‘আমরা চাই তালেবান সরকার কার্যকরভাবে কাজ করুক এবং এর ফলে আমরা আফগান জনগণের কাছে আবেদন করছি তারা যেনো নতুন সরকারকে সহায়তায় একত্রে কাজ করে।’

প্রসঙ্গত, মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা। এর জেরে প্রায় দুই দশক পর পুনরায় ক্ষমতায় আসলো তারা।