কাজী নজরুলকে প্রমান দিতে হবে তিনি কবি ছিলেন: আসিফ নজরুল

| আপডেট :  ৩০ আগস্ট ২০২১, ১০:২৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩০ আগস্ট ২০২১, ১০:২৮ পূর্বাহ্ণ

গেল কিছুদিন যাবৎ দেশজুড়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ নিয়ে চলছে তুমুল আলোচনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দেশের উচ্চ পর্যায়ের নানা মানুষ এ বিষয়ে নিজের অভিমত দিয়েছেন। সরকারের উপর মহলের নেতারা যেমন দিয়েছেন, তেমনি কথা বলেছেন বিএনপির নেতারাও।

এদিকে এবার এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসিফ নজরুল।

আজ সোমবার দুপুরে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল লেখেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বঙ্গবন্ধু সরকার কর্তৃক বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। উনাকে যদি এখন প্রমাণ দিতে হয় যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, তাহলে আমরা এসব দাবীও তুলতে পারি-

কাজী নজরুল ইসলামকে প্রমান দিতে হবে তিনি কবি ছিলেন
যাদুকর সামাদকে প্রমাণ দিতে হবে উনি ফুটবলার ছিলেন
জয়নুল আবেদীনকে প্রমান দিতে হবে তিনি চিত্রশিল্পী ছিলেন
আব্বাসউদ্দিনকে প্রমান দিতে হবে তিনি গায়ক পারতেন
আর কিছু মানুষকে প্রমান দিতে হবে যে তারা নির্বাচনে জিতেছিলেন।’