বিয়ের আগে যেসব আইন জানা জরুরি

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২০, ০৫:০৮ অপরাহ্ণ | প্রকাশিত :  ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ অপরাহ্ণ

পরিবার গঠনের জন্য সবচেয়ে প্রাচীনতম পদ্ধতি বিয়ে। তবে বিয়ের আগে অবশ্যই পাত্র-পাত্রী উভয়েরই বিয়ে সম্পর্কিত নিয়মগুলো জেনে নেয়া জরুরি। বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো:

১. বিয়েতে এক পক্ষ বিয়ের প্রস্তাব দেবে এবং অন্য পক্ষের তা গ্রহণ করতে হবে। এই প্রস্তাব প্রদান এবং গ্রহণ অবশ্যই এক বৈঠকে হতে হবে।

২. বিয়ের সময় পাত্রের বয়স অবশ্যই ২১ বছর এবং পাত্রীর বয়স ১৮ বছর হতে হবে। অন্যথায় বাল্যবিবাহ হিসেবে পরিগণিত হবে যা দন্ডনীয় অপরাধ।

৩. বিয়েতে দু’জন সাক্ষী থাকতে হবে।

৪. বিয়ের সময় পাত্র ও পাত্রীকে কোনো ধরনের চাপ বা প্ররোচনা ছাড়াই কবুল বলতে হবে এবং ‘কবুল’ শব্দটি স্পষ্ট হতে হবে।

৫. মুসলিম আইনে বিয়ের জন্য কোনো পক্ষেরই কোনো ধরনের সামাজিক কিংবা ধর্মীয় অনুষ্ঠান বাধ্যতামূলক নয়।

৬. স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে পালনের শর্তগুলো কাবিননামায় থাকবে।

৭. স্বামী-স্ত্রী উভয়রই তালাকের অধিকার উল্লেখ রাখতে হবে।

৮. দেনমোহরের পরিমাণ নির্ধারণ হবে পাত্র-পাত্রীর সামাজিক ও শিক্ষাগত মর্যাদা এবং আর্থিক সঙ্গতি বিবেচনা করে।

৯. বিয়ে অবশ্যই রেজিষ্ট্রেশন করতে হবে।।মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন, ১৯৭৪-এর ধারা-৫(৪) অনুসারে, বিয়ে নিবন্ধন না করলে এর জন্য দুই বছর বিনাশ্রম কারাদণ্ড বা ৩ হাজার টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

১০. আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো শব্দ নেই। তাই এমন বিয়ের বৈধতাও নেই, এটি বিয়ের ঘোষণা মাত্র।