কাবুল বিমানবন্দরের কাছে ফের বিস্ফোরণ

| আপডেট :  ২৯ আগস্ট ২০২১, ০২:৫৫ অপরাহ্ণ | প্রকাশিত :  ২৯ আগস্ট ২০২১, ০২:৫৫ অপরাহ্ণ

আবারও আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আফগানিস্তানের সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিশ বছর অবস্থান করার পর কাবুল থেকে যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার চূড়ান্ত শেষ সময়ে বিমানবন্দরের কাছে প্রচণ্ড এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এছাড়া, আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওই এলাকায় বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে শনিবার (২৮ আগস্ট) কাবুল বিমানবন্দরে সম্ভাব্য হামলার শঙ্কার কথা জানিয়েছিলেন।

বাইডেন বলেছিলেন, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি খুবই বিপজ্জনক। তাকে সামরিক কমান্ডাররা জানিয়েছেন, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই ফের হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজের বরাত তোলো নিউজ প্রতিবেদনে জানিয়েছে, বিমানবন্দরের কাছের খাজা বাগরা এলাকার কাছের একটি বাড়ি রকেট হামলার ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরের আত্মঘাতী এক হামলার ঘটনায় ১৩ মার্কিন সৈন্যসহ অন্তত ১৭০ জনের প্রাণহানি হয়। পরে হামলার দায় স্বীকার করে নেয় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগান অনুসারী ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স-আইএসকেপি (আইএসআইএস-কে)।