কাবুল বিমানবন্দরে হা’মলাকারীদের পরিচয় জানা গেছে

| আপডেট :  ২৭ আগস্ট ২০২১, ০৮:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৭ আগস্ট ২০২১, ০৮:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক: আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দুটি আত্মঘা’তী হা’মলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জ’ঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) পক্ষ

থেকে বলা হয়, মা’র্কিন সে’নাসহ তাঁদের সহযোগী ও অনুবাদক আফগানদের লক্ষ্য করে আইএসের একজন আত্মঘা’তী বো’মা হা’মলাকারী এ হা’মলা পরিচালনা করেছে। আইএস-কে’র বার্তায় বলা হয়, ‘হা’মলাকারী কাবুল বিমানবন্দরের কাছে মা’র্কিন সা’মরিক বাহিনীর বরন ক্যাম্পের নিকটবর্তী এলাকায় আফগান

অনুবাদক ও সহযোগীদের ভিড় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় এবং সে সেখানে বি’স্ফোরক বেল্ট কার্যকর করে। এতে তালেবান যো’দ্ধাসহ ৬০ জন নি’হত এবং শতাধিক আ’হত হয়।’ এদিকে, কাবুলে হা’মলা হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রে’সিডেন্ট জো বাইডেন হা’মলাকারীদের উদ্দেশে বলেছেন, ‘আমরা ক্ষমা

করব না, আমরা এটা ভু’লব না। আমরা তোমাদের অবশ্যই খুঁজে বের করব এবং প্রাপ্য শা’স্তিটাই দেব।’ বাইডেন বলেন, ‘হা’মলার নির্দেশদাতার ব্যাপারে আমরা তথ্য পেয়েছিলাম। তবে তা নিশ্চিত কিছু ছিল না।’ বৃহস্পতিবারের জোড়া বো’মা বি’স্ফোরণ ও গু’লিবর্ষণে ৬০ জন আফগান নাগরিক এবং ১৩ জন

মা’র্কিন সে’না নি’হত হয়। এ ঘটনায় আরও অন্তত ১৪০ জন আ’হত হয়েছেন। যুক্তরাষ্ট্র এর আগেই কাবুল বিমানবন্দর এলাকায় আইএসের হা’মলার আ’শঙ্কার কথা জানিয়েছিল। এদিকে, তালেবান জানিয়েছে, কয়েকদিন আগে তারা বিমানবন্দর এলাকা থেকে এক জন আইএস যো’দ্ধাকে আ’টক করেছিল। জি’জ্ঞাসাবাদে সে এ ধরনের হা’মলার পরিকল্পনার কথা জানিয়েছিল। এজন্যই বিমানবন্দরসংলগ্ন এলাকায় জনসমাগমে নিরুৎসাহিত করা হয়েছিল।

তালেবানের সঙ্গে আইএস-কে অর্থাৎ আফগানিস্তানে কার্যক্রম পরিচালনাকারী ইসলামিক স্টেটের শ’ত্রুতা রয়েছে। মা’র্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিদেশি সে’না প্রত্যাহারের শেষ সময়ে তালেবানের কাবুল দ’খলের পর সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে কাবুল বিমানবন্দরের সামনের এই হা’মলা চা’লিয়েছে গোষ্ঠীটি।