অবশেষে খুলে দেয়া হয়েছে নীলগিরি পর্যটনকেন্দ্র

| আপডেট :  ১১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৯ অপরাহ্ণ | প্রকাশিত :  ১১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৯ অপরাহ্ণ

চলতি বছরের মার্চমাসে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই ভাইরাসটি প্রতিরোধে সরকারের পক্ষ থেকে নেয়া হয় বিভিন্ন ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় পর্যটনকেন্দ্র সমূহও। এরই অংশ হিসেবে বান্দরবানের পর্যটন কেন্দ্র নীলগিরিও বন্ধ ছিলো।

আর দীর্ঘ প্রায় ৭ মাস পর আজ আকর্ষণীয় এ পর্যটন কেন্দ্রটি খুলে দেয়া হয়েছে। তবে এখনই এই পর্যটনকেন্দ্রে কেউ কটেজে রাত্রিযাপন করতে পারবেন না। এজন্য অপেক্ষা করতে হবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই পর্যটনকেন্দ্রের কটেজে রাত্রিযাপন করা যাবে।

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের জিটুআই মেজর ইফতেখার শুক্রবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসকল তথ্য জানিয়েছেন। এর আগে করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে ৫ মাস বন্ধ থাকার পর গত ২১ আগস্ট বান্দরবানের অন্যান্য পর্যটন স্পটগুলো খুলে দেয়া হলেও নীলগিরি এতদিন পর্যন্ত বন্ধ ছিল।