যেসব নিয়ম মেনে খুলবে প্রাথমিক বিদ্যালয়

| আপডেট :  ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ণ

সম্প্রতি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খোলার প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে।

এই নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় খুলতে হলে প্রায় ৫০ টি নির্দেশিকা মানতে হতে পারে। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো

১. বিদ্যালয় খোলার সরকারি নির্দেশনার পর ন্যূনতম ১৫ দিন আগে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে হবে।
২.বিদ্যালয়ে পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩. বিদ্যালয়ে প্রবেশের স্থানে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করতে হবে এবং শিক্ষক-শিক্ষার্থী সহ সকলে সাবান দিয়ে হাত ধুয়ে বিদ্যালয়ে প্রবেশ করবে।
৪. বিদ্যালয়ে প্রবেশের পূর্বে বাধ্যতামূলকভাবে থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে সকলকে বিদ্যালয়ে প্রবেশ করাতে হবে।
৫.ক্লাসে সামাজিক দূরত্ব বজায় রেখে এক বেঞ্চে দুজন শিক্ষার্থীকে বসাতে হবে।
৬.ক্লাস সংখ্যা কমানো হবে। একটি স্তরে সপ্তাহে দুই বা তিন দিন অথবা প্রতিদিন দুই-তিনটি ক্লাস নেওয়া হবে। তবে ক্লাস নেওয়ার ক্ষেত্রে চতুর্থ শ্রেণিকে অধিক গুরুত্ব দেয়া হবে।
৭.বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের বাধ্যতামূলক মুখে মাস্ক পরতে হবে।
৮.খেলাধুলা, আড্ডা-গল্প করা যাবে না এবং সামাজিক দূরত্ব রেখে হাঁটা-চলা করতে হবে।
৯. বিদ্যালয়ের নোটিশ বোর্ডে বিদ্যালয়ের শিক্ষক, হাসপাতাল, অ্যাম্বুলেন্সসহ জরুরি যোগাযোগ নম্বর লিখে ঝুলিয়ে রাখতে হবে। কেউ অসুস্থ হয়ে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় তাকে চিকিৎসা দিতে হবে।

প্রসঙ্গত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।