লকডাউন নিয়ে সিদ্ধান্ত জানালো সরকার

| আপডেট :  ৩ আগস্ট ২০২১, ০৮:৪১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩ আগস্ট ২০২১, ০৮:৪১ পূর্বাহ্ণ

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে গত ২৩ আগস্ট থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন। আগামী ৫ আগস্ট শেষ হবে এই কঠোর লকডাউনের মেয়াদ। তবে এখনও হ্রাস পায়নি করোনা ভাইরাসের সংক্রমণ। আর এমন পরিস্থিতিতে লকডাউন নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ছে লকডাউন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে করোনার সংক্রমণরোধে সব ধরনের অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিলো।