১২ বছর বয়সে খেলছেন অলিম্পিক, গড়লেন ইতিহাস

| আপডেট :  ২৪ জুলাই ২০২১, ০৪:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ২৪ জুলাই ২০২১, ০৪:৩৩ পূর্বাহ্ণ

মাত্র ১২ বছর বয়স। এই বয়সে অন্যন্য শিশু কিশোররা যখন শৈশব উদযাপনে ব্যস্ত হেনড জাজা তখন বিশ্ব দরবারে নিজ দেশের প্রতিনিধিত্ব করে চলছেন।

১২ বছর বয়সের এই কিশোরীর পুরো নাম হেনড আবদুর রউফ জাজা। তিনি সিরিয়ার টেবিল টেনিস খেলোয়াড়। মাত্র ১২ বছর বয়সেই এই সিরিয়ান কন্যা জায়গা করে নিয়েছেন অলিম্পিকের মতো বড় আসরে।

বিশ্ব গণমাধ্যমের খবর অনুযায়ী চলমান টোকিও অলিম্পিকে জাজা সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ এবং অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে কম বয়সী টেবিল টেনিস খেলোয়াড়।

জানা গেছে, টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ জাজার জন্ম ২০০৯ সালের ১ জানুয়ারি। বর্তমানে তার বয়স ১২ বছর ২০৫ দিন। আইটিএফ অনূর্ধ্ব-১৩ মেয়েদের ক্যাটাগরিতে জারার র‍্যাংকিং ৪৬। গত বছর ফেব্রুয়ারিতে জর্ডানে অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া অলিম্পিক কোয়ালিফিকেশনে অংশ নিয়ে জারা টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।