পেট্রোলিয়াম জেলির ভেতর ইয়াবা বিক্রি করতেন তিনি

| আপডেট :  ১৫ জুলাই ২০২১, ০৫:২৯ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৫ জুলাই ২০২১, ০৫:২৯ পূর্বাহ্ণ

মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সন্ধান পেয়েছে পুলিশ। কোহিনুর বেগম মুন্নি (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতারের পর তার কাছ থেকে পেট্রোলিয়াম জেলির ভেতর বিশেষ কৌশলে লুকানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মুন্নি পেট্রোলিয়াম জেলির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে তা বিক্রি করছিল। সে ডবলমুরিং থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা। ঈদের আগেও সে একবার গ্রেফতার হয়। ঈদের পর জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রিতে নেমে পড়ে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১ টার দিকে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে মুন্নিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশকে ফাঁকি দিতে ইয়াবাগুলো পেট্রোলিয়াম জেলির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল।’