মধ্যরাতে ফেসবুকে পররাষ্ট্রমন্ত্রীর ‘সুখবর’

| আপডেট :  ১৩ জুলাই ২০২১, ০২:১১ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১৩ জুলাই ২০২১, ০২:১১ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মধ্যরাতে এক ফেসবুক বার্তায় জানিয়েছেন- আগামী দু’একদিনের মধ্যেই টিকার বড় চালান ঢাকায় পৌছাচ্ছে। মন্ত্রী কোন দেশ বা সংস্থা থেকে কবে কিভাবে টিকাগুলো পাচ্ছেন তার বিস্তারিত তুলে ধরেন।

‘সুখবর’ শিরোনামে মন্ত্রী মোমেন তার টাইমলাইনে লিখেন- এক. আমাদের জেনেভা মিশন জানিয়েছে যে, COVAX এর মাধ্যমে আমরা আরো তিন মিলিয়ন (ইতিমধ্যে ২.৫ মিলিয়ন পেয়েছি) মডার্না ভ্যাকসিন পাচ্ছি। শিপমেন্ট রেডি আছে। দুই. জাপানীজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন এস্ট্রাজেনেকার ভ্যাকসিন COVAX এর মাধ্যমে দিচ্ছে।

তিন. চায়নিজ পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে আগামী ১৫ ই জুলাই তাসখন্দে আমার সাক্ষাৎ হবে এবং চীন সরকার আরো এক মিনিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসাবে দিবে। চার. ইইউ থেকে দশ লাখ এবং COVAX এর অধীনে আরো ছয় লাখ বিশ হাজার টিকা আগস্টে বাংলাদেশে আসবে।

মন্ত্রী মোমেন নিজের নাম উল্লেখ করে বার্তার সমাপনীতে আরও লিখেন-‘মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমরা যেন সবাই আবার সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে যেতে পারি।’