পৃথিবীর সামনে মহাবিপদ

| আপডেট :  ১২ জুলাই ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১২ জুলাই ২০২১, ০৪:৪৭ পূর্বাহ্ণ

পৃথিবীর দিকে ধেয়ে আসছে প্রায় ৮ কোটি টনেরও বেশি ওজনের মহাদৈত্যাকার একটি গ্রহাণু। আর এর ফলে মহাবিপদের মধ্যে রয়েছে পৃথিবী। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে জানানো হয়ে, ভয়ংকর গতিবেগের ১৬৪০ ফুট চওড়া এই গ্রহাণু থেকে রেহাই পেতে ইতোমধ্যে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা, ইউরোপসহ চীনও।

বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, হিরোশিমায় পড়া ৮০ হাজার পরমাণু বোমা একসঙ্গে পড়লে যে শক্তির জন্ম হতো, ওই শক্তি নিয়েই গ্রহাণুটি আছড়ে পড়তে পারে পৃথিবীতে। আর এমনটি ঘটলে মারা যাবে পৃথিবীর লাখ লাখ লোক।

পৃথিবীকে রক্ষা করতে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস সায়েন্স সেন্টারের বিজ্ঞানীরা মহাকাশে ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে চাইছেন। ইতোমধ্যে তাটা খুব শক্তিশালী ২৩টি সর্বাধুনিক লং মার্চ-৫ রকেট পাঠিয়ে। যেগুলো পালাক্রমে ছুটে যাবে গ্রহাণুটির দিকে এবং গ্রহাণুর গায়ে গিয়ে ঘটাবে ভয়াবহ বিস্ফোরণ। আর এতেই এর গতিপথ পৃথিবী থেকে অন্য দিকে ঘুরে যেতে পারে।