যে গ্রামে বাস করলেই দেয়া হবে ২৮ লাখ টাকা!

| আপডেট :  ১২ জুলাই ২০২১, ০২:২০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১২ জুলাই ২০২১, ০২:২০ পূর্বাহ্ণ

পৃথিবীতে এমন অসংখ্য মানুষ রয়েছে যাদের সামান্য মাথা গোঁজার ঠাঁইটুকু নেই। বাসস্থানের অভাবে এসব মানুষ পথে ঘুরে ঘুরেই দিন কাটান। অনেককে আবার একটু মাথা গোঁজার জায়গাটুকুর জন্য গুনতে হয় মোটা অঙ্কের টাকা।

তবে এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম ইতালির একটি গ্রাম। অবাক হলেও সত্যি যে, এই গ্রামে বাস করলেই দেওয়া হচ্ছে ২৮ লাখ টাকা! সম্প্রতি প্রকাশিত সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, এই গ্রামটি ইতালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্যালাবরিয়া অঞ্চলে অবস্থিত।

অর্ঘ প্রাপ্তির জন্য সেখানে গিয়ে আগে আপনাকে রেস্তোরাঁ বা দোকান খুলতে হবে এবং আবাস গড়ে তুলতে হবে। আর এরপরেই ইতালি সরকারের পক্ষ থেকে আপনাকে দেয়া হবে তিন বছরে ৩৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকার সমান।

জানা গেছে, মূলত অঞ্চলটির গ্রামগুলোতে জনসংখ্যা দ্রুত কমছে এবং ইতিমধ্যে অনেক গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। তাই গ্রামগুলোর জীবন ও আর্থিক কাঠামো সচল রাখতেই সেখানকার নতুন বাসিন্দাদের এমন অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার।