এবার আর্জেন্টিনা সমর্থককে ছু’ রিকাঘা’ত ব্রাজিল ভক্তের

| আপডেট :  ১১ জুলাই ২০২১, ১০:১০ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ১১ জুলাই ২০২১, ১০:১০ পূর্বাহ্ণ

এবার কক্সবাজারের টেকনাফে ব্রাজিলভক্তের ছু”রিকাঘা’তে আ’হ’ত হয়েছেন ইকবাল নামে এক আর্জেন্টিনা সমর্থক। আ’হত আর্জেন্টিনা সমর্থক ইকবাল মহেশখালিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে। রোববার (১১ জুলাই) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

ছু”রিকাঘা’তের শি’কা’র ইকবাল জানান, ভোরে রিদুয়ানের সঙ্গে এলাকার একটি দোকানে বসে খেলা দেখেন। খেলায় ব্রাজিল হেরে গেলে ক্ষু”ব্ধ হয়ে রিদুয়ান আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গা”লিগা’লাজ শুরু করেন। এ সময় তাকে শান্ত্বনা দিতে গেলে তিনি আবার গা’লি-গা’লাজ করেন।

এ নিয়ে ত’র্কাত’র্কির এক পর্যায়ে ইকবালকে ছু”রিকাঘা’ত করেন রিদুয়ান। এতে গু’রুতর আ’হ’ত অবস্থায় ইকবালকে কক্সবাজার স’দর হা’সপাতা’লে ‘চিকিৎসা দেওয়া হচ্ছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বি’ষয়টি নিশ্চিত করেছেন।

ফাইনাল জিতে যত কোটি টাকা পেল আর্জেন্টিনা
মহাকালের পঞ্জিকা থেকে ঝরে গেছে ২৮টি বছর। তাও ফুটবলে সুদিন ফিরছিল না আর্জেন্টিনায়। লিওনেল মেসির হাত ধরে দীর্ঘদিনের গ্রহণকালের অন্ধকার দূর হয়েছে অবশেষে। কোপার ফাইনাল জিতে আর্জেন্টিনা এখন সাফল্যের জোছনায় আলোকিত। মারাকানার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা খরা কাটিয়েছে মেসির দল।

অথচ এই কোপার মঞ্চেই বার বার ব্যর্থ হতে হয়েছে মেসিকে। ২০১৫, ২০১৬ তে বার দুবার কাছে গিয়েও পরম আরাধ্য শিরোপা ছোঁয়া হয়নি মেসির। সেই মেসিই এখন এমন চূড়ায় উঠলেন, যা ম্যারাডোনাও পারেননি!

দীর্ঘ ২৮ বছর পর শিরোপা জিতল সঙ্গে কোপা আমেরিকায় সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে উরুগুয়েকে স্পর্শ করল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর দেশের হয়ে প্রথম শিরোপা জেতার স্বাদও পেলেন সুপারস্টার লিওনেল মেসি। জয়সূচক একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

এদিকে টুর্নামেন্ট জেতায় আর্জেন্টিনা পাচ্ছে ৬৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় ৫৫ কোটি টাকা। রানার্সআপ ব্রাজিল পাচ্ছে ৩৫ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে পেরুকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হওয়া কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা। পেরু পেয়েছে ২১ কোটি টাকা। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া দলগুলো (ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি) পেয়েছে প্রায় ১৩ কোটি টাকা।