লকডাউনে বিয়ে, সেনাবাহিনী দেখে পালালো বরযাত্রী

| আপডেট :  ৫ জুলাই ২০২১, ০৪:১৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৫ জুলাই ২০২১, ০৪:১৮ পূর্বাহ্ণ

দেশজুড়ে করোনস ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে চলছে সর্বাত্মক লকডাউন। এইসময়ে জরুরি সেবা ব্যতীত সকল ধরনের সেবা এবং জনসমাবেশ ঘটতে পারে এমন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

কিন্তু এর মাঝেই কঠোর লকডাউন অমান্য করে দুই পরিবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজীতে। তবে বিয়েবাড়িতে হঠাৎ সেনা সদস্যদের নিয়ে উপস্থিত সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। আর তাদেরকে দেখেই বরযাত্রীসহ আগত অতিথিরা বিভিন্ন দিকে ছুটোছুটি শুরু করে।

৪ জুলাই রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সফরপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনী উপস্থিত হওয়ার পর অনেকেই আশপাশের বাড়ি-ঘরে পালিয়ে যান।এসময় সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর-কনে উভয়পক্ষের অভিভাবকের পাঁচ হাজার টাকা করে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না মর্মে মুচলেকা আদায় করেন।