আরও এক সপ্তাহ বাড়ছে সর্বাত্মক লকডাউন

| আপডেট :  ৫ জুলাই ২০২১, ০৩:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৫ জুলাই ২০২১, ০৩:৫৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রন করতে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়াতে সুপারিশ করেছে। ফলে সাধারণ জনগণের চলাচলের ওপর চলমান কঠোর বিধিনিষেধ আরও ৭ দিন বাড়তে পারে।

এ বিষয়ে কমিটির সদস্য অধ্যাপক এম ইকবাল আর্সলান বলেন, ‘করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আগেই কমপক্ষে দুই সপ্তাহ লকডাউনের পরামর্শ দিয়েছিলাম। সুপারিশে আমরা বলেছিলাম করোনার সুফল পেতে হলে তিন সপ্তাহ লকডাউন আইডিয়াল, না হলে কমপক্ষে দুই সপ্তাহ লকডাউন দিতে হবে।’

এছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। মৃত্যুর সংখ্যা এখনো একশ’র বেশি। তাই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।’

এরআগে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ নিয়ে গত ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। লকডাউনে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ রয়েছে।