গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল

| আপডেট :  ৪ জুলাই ২০২১, ০৩:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৪ জুলাই ২০২১, ০৩:৪৮ পূর্বাহ্ণ

গত মে মাসে টানা ১১ দিনের যুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনের মধ্যস্ততায় ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। তবে সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

জানা গেছে, ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় শনিবার হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, ইসরায়েলে আগুনের বেলুন হামলা চালিয়েছে হামাসের সদস্যরা। জবাবে তারা হামাসের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

তবে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল গাজায় বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এমনকও শুধুমাত্র বিমান হামলাই নয় গাজার দক্ষিণাঞ্চলের বদর এলাকায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

প্রসঙ্গত, এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার গাজায় বিমান হামলা চালাল দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের অস্ত্র উৎপাদন কারখানায় হামলা চালানো হয়েছে।