বন্যায় ডুবে যাবে ২০ জেলা

| আপডেট :  ৪ জুলাই ২০২১, ০৩:২৩ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৪ জুলাই ২০২১, ০৩:২৩ পূর্বাহ্ণ

আবারও ভারী বর্ষনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার ও আগামীকাল সোমবার বিরতি দিয়ে আবার বৃষ্টি বাড়তে পারে। এমনকি এই ভারি বর্ষণের ফলে দেশের বিভিন্ন জেলায় বন্যাও দেখা দিতে পারে।

এদিকে, এরই মধ্যে মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের কয়েক জেলার কয়েকশ গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকার মানুষ পানির মধ্যেই বসবাস করছেন। তার ওপর করোনার উচ্চ সংক্রমণের মধ্যে নতুন করে বন্যা নিয়ে আসছে আরও ভোগান্তি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে বন্যাকবলিত হতে যাচ্ছে দেশের ২৩টি জেলার নিচু এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চল। গড়ে দেশের ৩০ শতাংশ এলাকা কমবেশি ক্ষতিগ্রস্ত হবে। পানি থাকবে ১৫ থেকে ২০ দিন।

প্রসঙ্গত, চলতি বছর নির্ধারিত সময়ের আগেই দেশে সক্রিয় হয় মৌসুমি বায়ু। ফলে জুন মাসজুড়েই উজানসহ দেশের ভেতরে অনেক এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে। তবে গতকাল শনিবার সকালের দিকে রাজধানীসহ সারাদেশে আকাশ মেঘলা থাকলেও ঝলমলে সূর্য ছিল দিনভর।