ইসরায়েলের ৪ ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

| আপডেট :  ৩ জুলাই ২০২১, ০৩:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশিত :  ৩ জুলাই ২০২১, ০৩:৩৪ পূর্বাহ্ণ

লেবাননের জল, স্থল ও আকাশ সীমা প্রায় নিয়মিতই লঙ্ঘন করে ইসরায়েল। এমনকি এর আগে আন্তর্জাতিক সব আইন অমান্য করে লেবাননের আকাশ ব্যবহার করে সিরিয়াতেও হামলা চালিয়েছে দেশটি।

আর এর জেরেই দখলদার ইসরাইলের চারটি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতের মাদি এলাকায় সাগরের দিক থেকে প্রবেশের চেষ্টাকালে ইসরাইলি ওই ড্রোনগুলো ধ্বংস করেছে হিজবুল্লাহর সেনারা।

ইরাকের সাবেরিন নিউজ চ্যানেল হিজবুল্লাহ কর্তৃক ইসরায়েলের ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে এগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত ১৭০১ নম্বর ইশতেহারে বলা হয়েছে, ইসরাইল লেবাননের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না। কিন্তু ইসরাইল নিয়মিতই সেই ইশতেহার ভঙ্গ করে চলছে।